Tuesday 3 April 2018

স্বপ্নদেশ

স্বপ্নদেশ

অর্পণ ব্যনার্জি



কান্নাকাটি সাঙ্গ করে এবার হাসির পালা,

সবপ্নদেশ রয়েছে দূরে নিয়ে খুশির ডালা।
আকাশ সেথা মুক্ত রঙ্গিন আর আছে রামধনু,
শান্ত পাখির কলরবে উজ্জ্বল মোর তনু।
গাছে গাছে আলাপ সেথায় পশুপাখি মুক্ত,
সবের সাথেই কেমন যেন আমোদখানি যুক্ত।
সাতটি রঙের বিকাশ লাগে এই মন প্রাণে,
আত্মা মোর আবাক আজি মিষ্টি ফুলের ঘ্রাণে।
ঝড় ঝঞ্ঝা নেই কো কোন কেবল নীলাম্বর,
এখনে এলে মরমে পোষে অন্য রকম ধর।
বাঘের সনে হরিণ হাঁটে সিংহ নির্বিকার,
খুশির হাসি পাখা মেলে নেইকো মুখ ভার।
মানুষে মানুষে বড়ই মিল অবাস্তব এ দেশে,
তেলের সাথে জল এখন পুরো ভাবে মেশে।
রাজ্য্নীতির কথাই নেই যে যার মত রাজা,
স্বপ্ন পথে হাঁটতে হাঁটতে হল মন তাজা।
হেথায় নারী বেজায় সফল নিজের পায়ে দাঁড়ায়,
সমাজ নামক কীটকে এখন কভু না ডরায়।
আজকে শিশু হল গিয়ে কালকের আশা ভরসা,
মেঘের দ্বারা ভূ ঢাকলেও আকাশ যেন ফরসা।
ছায়ার তলে দাঁড়িয়ে মোরা শীতল পরিবেশ,
হেথায় সবাই খোলামেলা কাটে জীবন মেশ।
সহজ জীবন ইশারাতে দিলাম আমি পাড়ি,
মিলে মিশে সবাই এক পুরুষ এবং নারী।
অর্থবিহীন এই রাজ্যে মানেটাই হল আসল,
বৃষ্টি বিনাই কেমন ফলে অবাক করা ফসল।
দুঃখ কষ্ট ভুলে সবাই এই দেশেতে চলো,
মনের কথা চিৎকার করে ফের একবার বলো।
দমবন্ধ পরিস্থিতি থেকে ছুটকারা,
সবপ্নদেশের পরে আসে শান্তি বারি ধারা।
চমকের পর চমক লাগে স্বপ্ন বাসস্থানে,
স্বপ্ন রাজ্য পরিপূর্ণ প্রকৃতিরই দানে।
পাখা মেলার এই অবকাশ না ফেলাই উচিৎ,
মুঠো মুঠো খুশির ফলে শক্ত জীবন ভিত।
হাঁসির ফোয়ারাতে মানুষ সেথায় বাঁধনহারা,
সেই স্বপ্ন রাজ্য জুড়ে এবার ফেলুক সাড়া।
মনের চোখ বন্ধ হলেই সামনে অন্য জীবন,
রঙের জালে মেলার মায়ায় রংবাহারী ভুবন।
তাই বলি সব চলো মোর সাথে সেই দেশে
আকাশ ও ভূমিতলের রেখা যেথায় মেশে।

No comments:

Post a Comment

প্রতিবাদ ১

প্রতিবাদ ১ মিষ্টিভাষি টিভি তে দেখে শিখেছিলাম ,  শিশুশ্রমিক রাখা একটা অপরাধ। সেই কারনে কোন এক মফস্বল এলাকায় একটা শিশুকে চা দোকান...