Friday 2 March 2018

মুহুর্ত (কবিতা)

মুহুর্ত

অনীশ পাইন



জীবন বড়ই ক্ষরস্রোতা,
সময় তারই সঙ্গী;
মানবতার সৌন্দর্য,
তারই এক ভঙ্গী।।
জীবনের এই ক্ষরস্রোতে, মুহুর্ত যেন কনা,
তারই মাঝে আছে যে সব স্মৃতি অজানা।
মুহুর্তে শুরু, মুহুর্তে শেষ,
মুহুর্ত থামায় জীবনের রেশ।
মুহুর্তের কাছে সবাই ঋনী,
মুহুর্তে তিলোত্তমা কল্লোলিনী।
মুহুর্তে টিকে মানবতা, সকল দুঃখ নিবারণ
মুহুর্তেই তাই সর্বসুখ, সকল দুঃখ বিসর্জন।।

No comments:

Post a Comment

প্রতিবাদ ১

প্রতিবাদ ১ মিষ্টিভাষি টিভি তে দেখে শিখেছিলাম ,  শিশুশ্রমিক রাখা একটা অপরাধ। সেই কারনে কোন এক মফস্বল এলাকায় একটা শিশুকে চা দোকান...