Tuesday 27 February 2018

সৈনিক (কবিতা)


সৈনিক

মেঘনা মজুমদার



সে ছিল শক্তির প্রতীক, সে থাকত বহু দূরে,
ঘর পরিবার বিসর্জন দিয়ে, কোন এক রুক্ষ প্রান্তর জুড়ে।
তার এক কাঁধে বন্দুক, অন্যটিতে দায়িত্ব
সে যে পথ নিয়েছিল অনেক বড়, ভুলে নিজের অস্তিত্ব।।

তার উপয়া ছিল না কাঁদার, সময় ছিল না বিলাসিতার,
বিনোদন ছিল শুধুই অনুশীলন,
তবুও যেদিন আকাশে হটাৎ মেঘ করত বা ঝলমলে রোদ উঠত
কোন এক অলস দুপুরে, গভির রাত্রে তার হটাৎ খুব মন কেমন করত,
কিন্তু তার যে দুঃখ করাও মানা, কবেই সে কেটে ফেলেছে
সেই সময় সুখ স্বপ্নের ডানা।

সে যে দেশের রক্ষক, তার জীবনের নেই কোন নিশ্চয়তা,
আকাশের পানে উদাস নয়নে সে কেবল ভাবে
এই ভাবেই হটাৎ কোনদিন সে মিলিয়ে যাবে আকাশে।
বড় একা, বড়ই একা, অথচ সেই নাকি শক্তির প্রতীক,
তাদের সকলকে জানাই প্রাপ্ত সম্মান,
দুঃসাহসী, বেপরয়া সে আহত সৈনিক।

No comments:

Post a Comment

প্রতিবাদ ১

প্রতিবাদ ১ মিষ্টিভাষি টিভি তে দেখে শিখেছিলাম ,  শিশুশ্রমিক রাখা একটা অপরাধ। সেই কারনে কোন এক মফস্বল এলাকায় একটা শিশুকে চা দোকান...