Thursday 22 February 2018

বঙ্গ ভাণ্ডার (কবিতা)

  বঙ্গ ভাণ্ডার

সৌভিক ব্যানার্জি



'হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন',
কত গর্ব করিবার রহিছে অবকাশ,
ভাণ্ডারেরে রাখিয়াছি করিয়া যতন,
সাহিত্য দিয়াছে ভরে মুক্ত বাতাস। 
বাংলাদেশ ভরিয়াছে অমূল্য কর্মে,
গদ্য পদ্যময় বঙ্গের ভূমি,
কবিদের প্রতিভা পশিয়াছে মর্মে,
মুক্ত চিন্তাধারা শিখাইলে তুমি। 
'তা সবে অবোধ আমি অবহেলা করি',
পশ্চিম টানিয়াছে আমারে বেশি,
বিলাতী শিল্প নিয়ে চর্চায় ভরি,
গর্বিত বাঙালিরা ছদ্মবেশী। 
'মাতৃভাষা রূপে খনি, পূর্ণ মণিজালে',
মোদের অগ্গতায় জীর্ণ ইহকালে। 


No comments:

Post a Comment

প্রতিবাদ ১

প্রতিবাদ ১ মিষ্টিভাষি টিভি তে দেখে শিখেছিলাম ,  শিশুশ্রমিক রাখা একটা অপরাধ। সেই কারনে কোন এক মফস্বল এলাকায় একটা শিশুকে চা দোকান...